Header Ads

বিরাট-আনুশকাকে বিয়ের শুভেচ্ছা জানাল কনডম কোম্পানি!

বিরাট-আনুশকাকে বিয়ের শুভেচ্ছা জানাল কনডম কোম্পানি!



যেদিন সপরিবারে দেশ ছেড়ে ইতালি রওনা দিয়েছিলেন, তার আগে থেকেই বিয়ের গুঞ্জন চালু হয় সিনেমাপাড়ায়। শেষ পর্যন্ত গোপনে বিয়ে করেন তারা। কথা হচ্ছে বিরাট কোহলি ও আনুশকা শর্মা দম্পতির। বলিউড ও ক্রিকেট জগতের একাধিক তারকা তাদের বিয়েতে শুভেচ্ছা জানিয়েছেন। সেই সঙ্গে একজন কনডম কোম্পানির মালিকও তাদের শুভেচ্ছা জানিয়েছে,,
কোন বিবাহিত তারকা দম্পতিকে কনডম কোম্পানির পক্ষ থেকে শুভেচ্ছা জানানোর ঘটনা এই প্রথম দেখলো বলিউড। ক্রিকেট-বলি জুটির বিয়েতে ডিউরেক্স তাদের শুভেচ্ছা বার্তায় বিরাটকে উদ্দেশ্য করে লিখেছে, 'তোমাদের মাঝে আর কাউকে আসতে দিও না'। 
কনডম প্রস্তুতকারি সংস্থা ডিউরেক্সের শুভেচ্ছা বার্তাকে ঘিরে তৈরি হয়েছে আলোড়ন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কনডম নির্মাতা কোম্পানির এই পোস্ট এখন ভাইরাল। ইতোমধ্যেই ৫০ হাজারের ওপরে ফেসবুক ব্যবহারকারী লাইক করেছেন এই পোস্ট। শেয়ারের সংখ্যাও হাজার ছাড়িয়েছে। 

No comments

Theme images by Raycat. Powered by Blogger.